দেশে মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) থেকে আসে। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ২৫ শতাংশের বেশি। তবে এ খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। এ খাতে সহজ অর্থায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ আগামী দশকে আঞ্চলিকভাবে একটি শক্তিশালী উদ্যোক্তানির্ভর অর্থনীতি হিসেবে দাঁড়াবে।
গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘এসএমই ফাইন্যান্সিং: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। সভাপতিত্ব করেন বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আলোচক ও ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন ও সীমান্ত ব্যাংকের সিনিয়র ম্যানেজার সঞ্জয় পাল। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআইর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন। কর্মশালায় বিসিআইর সদস্য, ব্যাংক, উইমেন চেম্বার, বিভিন্ন অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠান ও বিটাকের কর্মকর্তারাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, নতুন উদ্যোক্তা তৈরি, আঞ্চলিক ভারসাম্যহীনতা দূর করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এসএমই খাতের ভূমিকা অগ্রগণ্য। এ খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফাইন্যান্সিং।