গেমিং-গ্রাফিক্স পিসি এক্সচেঞ্জ সেবা চালু করলো এক্সচেঞ্জকরি ও স্টার টেক

দেশে প্রথমবারের মতো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার পরিবর্তন করে নতুন গেমিং ও গ্রাফিক্স পিসি কেনার সুযোগ তৈরি হয়েছে। ‘পাওয়ার আপ ইয়োর গেইম’ শীর্ষক এই বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে কম্পিউটার অদল-বদলকারী প্রতিষ্ঠান এক্সচেঞ্জকরি লিমিটেড। এই উদ্যোগে নতুন ডিভাইস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় গেমিং হার্ডওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকদের জন্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং পিসি ক্রয় করা অনেক সহজলভ্য হবে। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা এক্সচেঞ্জকরির পোর্টালে (www.exchangekori.com) তাদের ব্যবহৃত ডিভাইসের তথ্য এবং স্টার টেকের ওয়েব পোর্টাল থেকে পছন্দের নতুন পিসি বা যন্ত্রাংশের তালিকা জমা দিতে পারবেন। পুরোনো ডিভাইসের নির্ধারিত মূল্য নতুন পণ্যের দাম থেকে সমন্বয় করা হবে। সুবিধাজনক এই অফারে গ্রাহকরা একটি নতুন পিসির বিপরীতে সর্বোচ্চ দুটি পুরোনো ডিভাইস জমা দেওয়ার সুযোগ পাবেন। ডিভাইসের চূড়ান্ত মূল্যায়নের জন্য গ্রাহকরা এক্সচেঞ্জকরির গুলশান-তেজগাঁও লিংক রোড, মিরপুর অথবা ধানমন্ডি ডিল সেন্টারে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন।

এ প্রসঙ্গে এক্সচেঞ্জকরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, গ্রাহকদের পক্ষ থেকে দীর্ঘদিনের চাহিদা থাকলেও পর্যাপ্ত পণ্য সরবরাহের অভাবে আমরা এতদিন এই সেবাটি চালু করতে পারিনি। স্টার টেক পর্যাপ্ত নতুন পণ্যের সম্ভার নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। ফলে এখন গ্রাহকরা তাদের পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে সহজেই তাদের কাঙ্ক্ষিত গেমিং ও গ্রাফিক্স পিসি তৈরি করে নিতে পারবেন। এই ক্যাম্পেইনটি গেমিং কমিউনিটির আপগ্রেডেশন ত্বরান্বিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি…

দেশে প্রথমবারের মতো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার পরিবর্তন করে নতুন গেমিং ও গ্রাফিক্স পিসি…

দেশে মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) থেকে আসে। মোট দেশজ…

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।…

আসন্ন নির্বাচনের আগে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন…

তৈরি পোশাক, ট্যানারি, ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিকাঠামো এত দিন পাঁচ বছর পরপর নির্ধারণ…

বিচার বিভাগকে নীতিতে স্থির হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, বিচার…

আওয়ামী লীগের সরকারের সময় টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সেনাবাহিনীর ১৩…

ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া…

ফৌজদারী কার্যবিধির ১৯৫(১ক) ধারায় বর্ণিত রয়েছে যে, সরকারী কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারী…

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলাকে ‘কৃত্রিম, সাজানো…

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান…