সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০ জন বিচারক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগের জন্য বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সভা হয়।
সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি যুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে দরখাস্ত পাঠাতে হবে।
গত ২৫ আগষ্ট প্রথমবারের মত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। পরদিন প্রধান বিচারপতি তাদের শপথ পড়ান।